বরগুনায় শয়তানের নিঃশ্বাস দিয়ে প্রতারণা ২ জনকে গ্রেফতার

প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার
প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার  © সংগৃহীত

বরগুনায় থানা পুলিশের চৌকস প্রচেষ্টায় চেতনা নাশক প্রয়োগকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঢলুয়া গ্রামের মো. নজরুল ইসলাম খানের ছেলে মো. মামুন খান (৪৫) ও মো. রাজ্জাকের ছেলে মো. রাব্বি।

পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতারক চক্রটি প্রতিনিয়ত প্রতারণার মাধ্যমে লঞ্চ, বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটে নেয়। প্রায় আটমাস আগে বরগুনা থানাধীন পুরাকাটা ফেরিঘাটের নিকটবর্তী স্থানে যাত্রীবেশে ইজি বাইকে উঠে ড্রাইভারকে চেতনানাশক ওষুধের (কথিত শয়তানের নিশ্বাস) মাধ্যমে অবচেতন করে ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার নিকট আত্মীয় স্বজনদের কাছে প্রতারকরা কল করে তারা নিজেদেরকে ডিবি পরিচয় দেয়। ড্রাইভার তাদের হাতে আটক রয়েছে বলে জানায়। তারা ড্রাইভারের আত্মীয় স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে।

পরবর্তীতে এ সংক্রান্তে বরগুনা থানায় মামলা রুজু করা হয়। এ মামলার সঙ্গে জড়িত দু’জনকে শনিবার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও ইতোপূর্বে উক্ত ঘটনার সঙ্গে জড়িত আরও একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, চেতনানাশক ওষুধের (কথিত শয়তানের নিশ্বাস) মাধ্যমে অবচেতন করে ডিবি পুলিশ পরিচয়ে স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার অপরাধে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence