বায়তুল মোকাররমের সামনে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০২:০৩ PM

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আজ জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছে অনেকে। তবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসন প্রচেষ্টার’ প্রতিবাদেও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
এসব কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররমের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুমার নামাজের আগেই বায়তুল মোকাররম এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ও এপিসি কার। পাশাপাশি দু’টি প্রিজন ভ্যানও রাখা হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত।
বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে কঠোর নজরদারি চলছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিরাপত্তার স্বার্থে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। গোয়েন্দা পুলিশের সদস্যরাও বিশেষ জ্যাকেট পরে নজরদারি চালাচ্ছেন। নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট পুরো এলাকা পর্যবেক্ষণে রেখেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
পূর্বঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। পাশাপাশি ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীদেরও মসজিদ এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতির কারণে পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।