ঠিকাদারের গাড়িতে হামলা করে ৩ লাখ টাকা ছিনতাই

দুর্বৃত্তদের ভাংচুর করা ঠিকাদারের গাড়ি
দুর্বৃত্তদের ভাংচুর করা ঠিকাদারের গাড়ি  © টিডিসি ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাওয়াল ব্রীজের ঠিকাদারের গাড়িতে হামলা করে করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিন শ্রমিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরদহি ভাওয়াল ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল ব্রীজের কার্পেটিং কাজ করার সময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিতে ৮-১০ জন যুবক এসে প্রথমে কাজ বন্ধ করতে বলেন। এরপর তারা ঠিকাদার নজরুল ইসলামের গাড়িতে হামলা করে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের বাঁধা দিতে গেলে তিন শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। 

ঠিকাদার নজরুল ইসলাম বলেন, ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাতিয়া-পালিমা আঞ্চলিক সড়কের ভাওয়াল ব্রীজের কাজ পায় ইসলাম ব্রাদার্স। আমরা ব্রীজের কাজ করার শুরু থেকেই আনালিয়াবাড়ি গ্রামের কয়েকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তারা ভয়ভীতি দেখান।  

আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

তিনি বলেন, বৃহস্পতিবার ব্রীজের ওপর কার্পেটিং চলাকালে হুট করে ৮-১০ জন যুবক এসে আমার প্রাইভেটকারে হামলা করে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ