সমন্বয়কের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

শাহাদাত তানভির রাফি
শাহাদাত তানভির রাফি  © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাহাদাত তানভির রাফি ও তার সহযোগীদের বিরুদ্ধে ছাত্রদল নেতা মেহেদী হাসান অনিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  গুরতর আহত হয়েছেন মেহেদী। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা(সালুকিয়া) এলাকার সাইদুর রহমানের ছেলে। তিনি 
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

ছাত্রদল নেতা মেহেদী হাসান অনি বলেন, ‘কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাহাদাত তানভির রাফি, মাদক কারবারি গোলাম রসুল, মো. ওয়াসিম ও যুবলীগ নেতা আল রায়হান আলকাছের নেতৃত্বে ভারত সীমান্ত এলাকায় প্রতিরাতেই ভেকু দিয়ে মাটি কাটা চলছে। বুধবার রাতে সাইদুর রহমানের মালিকানাধীন ফসলি জমির পাশে গভীরভাবে মাটি কাটার কারণে জমির ক্ষতি হয়।’

তিনি আরও বলেন, ‘ওইদিন রাত আনুমানিক ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে বাধা দেই। এতে ক্ষীপ্ত হয়ে  শাহাদাত তানভীর রাফি, তার বাবা বাবুল রহমান আমার ওপর হামলা চালায়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তার পালিয়ে যান। এ ঘটনায় আমি মাথায় গুরুতর চোট পাই। আমার মাথায় নয়টি সেলাই করা হয়েছে।  

স্থানীয় কয়েকজন জানান, শাহাদাত তানভির রাফি গত ৫ আগস্টের আগে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিত। বর্তমানে সমন্বয়ক পরিচয় দিয়ে আমানগন্ডা সালুকিয়া এলাকায় ভারত সীমানায় ভেকু দিয়ে মাটি কেটে সাবাড় করে ফেলছে। যে কেউ দেখলে এটা পাহাড়ি এলাকা না বলে ‘পুকুর’ বলবে। এছাড়া সমন্বয়ক রাফির বিরুদ্ধে এলাকায় স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সমন্বয়ক শাহাদাত তানভির রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পারিবারিক বিরোধ নিয়ে ঘটনা ঘটেছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence