ছাত্রদের মানববন্ধনে দুর্বৃত্তের গুলি, ২ শিক্ষক আহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক আহত হয়েছেন। মাদরাসা পরিচালনা কমিটি বলছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজুমিয়ারহাট সড়কে কর্মসূচির সময় এ হামলা হয়। পরে তারা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন।
আহত দুই শিক্ষক হলেন– প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় গিয়ে অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা । এর প্রতিবাদে আজ মাদরাসার সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে দুর্বৃত্তরা গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি চালিয়েছে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ মানববন্ধন করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। এখন পর্যন্ত কেউ গুলির অভিযোগ করেননি।