বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার

  © প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া নিহত হয়েছেন। 

এছাড়া সংঘর্ষে আরো ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শামিম উপজেলার কস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে কয়েকজন দুর্বৃত্ত ঘিওর বাসস্ট্যান্ডে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় লাভলু। সেখানে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এসব বিষয়ে জানতে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ লাভলু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ