শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মামলা বেড়ে ৪৫

শেখ হাসিনা
শেখ হাসিনা  © ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও ছয়টি মামলা দায়েরের তথ্য জানা গেছে। এগুলোর পাঁচটিই হত্যা মামলা। অন্যটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা। এ নিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আজ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর বেশির ভাগই হত্যা মামলা।

ছাত্রদলের সাবেক নেতাকে হত্যাচেষ্টা
ছাত্রদলের সাবেক নেতা ও সাংবাদিক আমিনুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে আজ বৃহস্পতিবার মামলা করেন আমিনুল ইসলামের স্ত্রী সুমি বেগম।

উত্তরায় পোশাক শ্রমিককে গুলি করে হত্যা
উত্তরায় পোশাক শ্রমিক ফজলুল করিমকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফজলুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে বুধবার উত্তরা পূর্ব থানায় এ মামলা করেন।

শ্রমিককে গুলি করে হত্যা
বাড্ডা এলাকায় আবদুল জব্বারকে (৩৮) হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৯ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করেছেন জব্বারের মা নাজমা বেগম।

আরও পড়ুন: শিক্ষার্থী হত্যা মামলায় এবার শেখ হাসিনার সঙ্গে আসামি নিঝুম মজুমদার

কিশোরকে পিটিয়ে হত্যা
ধানমন্ডিতে কিশোর সাব্বিরকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাব্বিরের দাদা জয়নাল শেখ বাদী হয়ে ধানমন্ডি থানায় বুধবার মামলা করেন। 

কলেজছাত্রকে গুলি করে হত্যা
বিমানবন্দর এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আবদুল্লাহ বিন জাহিদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন আবদুল্লাহর আত্মীয় মোহাম্মদ জাকিউল্লাহ বাহার। 

মোহাম্মাদপুরে গুলি করে হত্যা
মোহাম্মদপুরে শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহরিয়ারের বন্ধু রবিউল খান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।


সর্বশেষ সংবাদ