পাহাড় ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে  © সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় ধসে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপাহারে আটকা অনেক যানবাহন। মঙ্গলবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।  

যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।  সড়ক থেকে পাহাড়ের ধসে পড়া মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কও তলিয়ে গেছে। সড়কে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

আরো পড়ুন: আজও দিনভর ঝরবে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দীঘিনালা-লংগদু সড়কের কিছু অংশ বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গেও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ আছে বলে জানা গেছে। সড়কে পানি উঠে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। 


সর্বশেষ সংবাদ