এক ঘণ্টার ব্যবধানে গাবতলীতে প্রাণ হারালেন ৩ জন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন  © প্রতীকী ছবি

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক ঘণ্টার ব্যবধানে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান। নিহতরা হলেন মোটরসাইকেলচালক শফিকুল ইসলাম (৪৪) ও আরোহী আবুল হাসান (৩৮) এবং বাসচালকের সহকারী বাবুল আলী (৫০)।

পুলিশ জানিয়েছে, ভোরে গাবতলী জি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় মোটরসাইকেলের আরোহী আবুল হাসানকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

দারুসসালাম অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহত শফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। আর আবুল হাসানের বাড়ি রাজবাড়ীর কালুখালী।

আরো পড়ুন: যবিপ্রবি ছাত্রকে ছাত্রলীগ নেতাদের রাতভর নির্যাতনের প্রমাণ মিলেছে

এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকার রজব আলী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশা বাবুলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বাবুল আলী বাসচালকের সহকারী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙার আলমডাঙ্গায়। ঘটনার পর অটোরিকশাটি জব্দ এবং চালক হায়দারকে আটক করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ