ঘুষের টাকাসহ হাতেনাতে আটক ২ প্রকৌশলী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ PM
পাবনায় ঘুষের টাকাসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পাবনা জেলা পাউবোর কার্যালয়ে বসিয়ে রেখে পরে সন্ধ্যায় তাঁদের থানায় নিয়ে যায় পুলিশ।
ঘুষ লেনদেনের খবরে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ঘুষের পৌনে ছয় লাখ টাকা পাওয়া যায়। তবে ঘুষ দিতে আসা ঠিকাদারেরা পালিয়ে গেছেন।
আটক ব্যক্তিরা হলেন পাউবোর পাবনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ রানা (২৯) ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মোশারফ হোসেন (৪২)। ঘুষ লেনদেনের ঘটনাটি প্রকৌশলী মাসুদ রানার কক্ষে ঘটে। ঘটনার পর তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ বেলা ১১টার দিকে প্রকৌশলী মাসুদ রানার কক্ষে কয়েকজন ঠিকাদার আসেন। কিছুক্ষণ পর সেই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রকৌশলী মোশারফ হোসেন। তখন পাবনায় কর্মরত দুজন গণমাধ্যমকর্মী ওই কক্ষের সামনে যান। তাঁরা দরজা খুলতে বললে ভেতর থেকে পরে আসতে বলা হয়। একটু পর দরজার কিছু অংশ খুলতেই দুই গণমাধ্যমকর্মী কক্ষে ঢুকে প্রকৌশলী মাসুদ রানার টেবিলে বেশ কিছু টাকার বান্ডিল দেখতে পান। কিছুক্ষণ পর পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকাদারেরা পালিয়ে যান। পরে টাকাসহ হাতেনাতে দুই প্রকৌশলীকে আটক করা হয়। খবর পেয়ে দুদকের একটি দল সেখানে যায়। দিনভর নানা কার্যক্রমের পর সন্ধ্যায় দুই প্রকৌশলীকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তে দুই প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।