ভোরে মিরপুর আবাসিক এলাকায় বাসে আগুন

ভোরে মিরপুর আবাসিক এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়
ভোরে মিরপুর আবাসিক এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়  © টিডিসি ফটো

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর আবাসিক এলাকার ৬ নম্বর সেকশনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের আজানের পরপর বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলী এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কেউ আহত বা দগ্ধ হননি বলেও জানান তিনি।

কখনো ভোরে, কখনোবা দুপুরে, আবার কখনো রাতে—বাসে আগুন দেওয়ার ঘটনা কিছুতেই থামছে না। বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সারা দেশে এমন ঘটনা অন্তত পাঁচটি। এর মধ্যে রাজধানী ঢাকাতেই গতকাল রোববার তিনটি বাসে আগুন দেওয়া হয়। 


সর্বশেষ সংবাদ