ফেসবুকে চাকরি দেওয়ার নামে তরুণ-তরুণীদের ফাঁদে ফেলতেন তারা

র‌্যাবের হাতে আটক প্রতারক চক্রের সদস্যরা
র‌্যাবের হাতে আটক প্রতারক চক্রের সদস্যরা  © ফাইল ফটাে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অগ্নি নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খুলনায় এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ খুলনার লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- অগ্নি কোম্পানির মূলহোতা অভয়নগরের সৈয়দ তানভীর আহম্মেদ (৩১), খুলনার দিঘলিয়ার সাহাবুদ্দিন (৪০), ঝালকাঠি রাজাপুরের সোহেল (২৮), মোল্লারহাট হাড়িদাহের রেজাউল করিম (৩০), সাতক্ষীরা শ্যামনগর জাদরপুরের জাহিনুর ইসলাম (২০), নগরীর বয়রার জহিরুল ইসলাম (২০) ও ঝালকাঠির রাজাপুরের এক নারী সদস্য।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, খুলনায় দীর্ঘদিন ধরে এই চক্রটি ফেসবুকে চাকরির চটকদার বিজ্ঞাপন দিত। এর মাধ্যমে তারা বেকার তরুণ-তরুণীকে ফাঁদে ফেলত। যারা চাকরির ইন্টারভিউ দিতে আসতেন তাদের কাছে নানা ভাবে অর্থ হাতিয়ে দেওয়া হত। সম্প্রতি গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব জানতে পারে প্রতারক চক্রটি বেশ কিছু তরুণ-তরুণীকে তাদের অফিসে আটকে রেখে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করছে। অভিযোগ পাওয়ার পর গতকাল শনিবার রাত ৮টায় র‍্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল খুলনার সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় এন এইচ টাওয়ারের ৬ তলায় অবস্থিত অগ্নি কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারক চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে ভুক্তভোগীদেরও উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি তরুণ-তরুণীদরে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে অফিসে ডেকে নানা ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করতো এবং তাদেরকে অন্যদের ফাঁদে ফেলানোর কাজে বাধ্য করত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence