কেন তেড়ে গেলেন মাহমুদউল্লাহ, জানা গেল আসল ঘটনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ‘অলিখিত’ ফাইনালে আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। এতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। তবে এদিন হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে মিস্টার সাইলেন্টখ্যাত এই ক্রিকেটারকে দর্শকদের দিকে তেড়ে যেতে দেখা যায়।
প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ঘরোয়া এই টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি মোহামেডান। এবার শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে অল্পের জন্যে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদ যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলেন দর্শকরা। এতেই তেলেবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে তেড়ে যান রিয়াদ।
এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমে বলেন, 'কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে, তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।'
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ নাদিম নামে এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি তারই সঙ্গে ঘটেছে।
ওই সমর্থকের পোস্টটি নিচে হুবুহু তুলে ধরা হলো-
“আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচ শেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।

আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি 'ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ'। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, 'শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়'। এখানে 'ভুয়া' ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই। আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে।”