রানাকে ‘১৪০+ গতিতে বোলিংয়ের’ বার্তা শান্তর

নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা
নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা   © সংগৃহীত

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগেও তাকে ঘিরে বাড়তি আকর্ষণ।

গতিময় বোলিংয়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের এই পেসারকে নিয়ে সবার মনেই আগ্রহ বেশি। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসকে রানাকে মোকাবিলায় কতটা প্রস্তুত, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। 

জবাবে উইলিয়ামস জানিয়েছিলেন, ‘অনেকেই জোরে বল করতে পারে, শুধু একজনই নয়। আমরা প্রস্তুত আছি। আমাদের বোলিং মেশিন আছে যা মানুষের চেয়েও বেশি জোরে বল করতে পারে। ফলে এটা দারুণ ব্যাপার।’

শনিবার (১৯ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উইলিয়ামসের সেই কথার সূত্র ধরে প্রশ্ন ছোঁড়া হয়েছিল। জবাবে অধিনায়ক শান্তর দাবি, ‘এটা কালকের ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে তখন বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে আসলে বল করে আর কতটা এক্সট্রাঅর্ডিনারী আসলে সে। (হাসি)’ 

রানার কাছ থেকে প্রত্যাশা নিয়ে শান্তর মন্তব্য , ‘ওকে আমি আগে থেকেই চিনি। রাজশাহী বিভাগ ক্রিকেট থেকেই তাকে আমি চিনি। যখন কিছু খেলত না শুধু অনুশীলন করত তখন থেকেই তাকে চিনি। তাকে একটা বার্তাই দেওয়া হয়েছে যেন সে ১৪০+ বল করে। খেলার সুযোগ যদি আসে সে যেন ১৪০+ গতিতে বল করে।’


সর্বশেষ সংবাদ