ছোট-বড় দলের তত্ত্বে বিশ্বাসী নন শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত   © সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশনের পর ঘরের মাঠে বাংলাদেশের সামনের এবার জিম্বাবুয়ে সিরিজ। আগামী রোববার (২০ এপ্রিল) মাঠে গড়াচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচের আগে দুই দলই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে। 

লাল-সবুজের প্রতিনিধিদের জন্য জিম্বাবুয়ে বরাবরই চেনা প্রতিপক্ষ। হোম ভেন্যুতে রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশই দাপট দেখিয়েছে। তবুও সিলেট টেস্টের আগে সর্তক টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছোট বা বড় দল হিসেবে নয়, বরং জিম্বাবুয়েকে পূর্ণ সম্মান দিচ্ছেন তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এভাবে চিন্তা না করে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের সামর্থ্য আছে, ভালো ফল আনার। বিশ্বাস করি যে এই বছর যে ৫-৬টা টেস্ট আছে, সব ম্যাচেই ভালো ফল আনা সম্ভব।’

আরও পড়ুন: সেই বিতর্কিত আউট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

জিম্বাবুয়ে প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা সেভাবে (ছোট বা বড় দল) দেখছি না। এই জিনিসগুলা অনেক সময় আপনাদের থেকে আসে বা যারা খেলা দেখে তাদের থেকে আসে যে জিম্বাবুয়ে বা ছোট দল এসব। জরুরি হচ্ছে, কীভাবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি। জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলব, সেই চিন্তাভাবনাটা যেন দক্ষিণ আফ্রিকা বা অন্য বড় দলের সঙ্গেও থাকে। আমাদের প্লেয়ারদের মধ্যেও এমন পার্থক্য নেই যে ছোট দলের সঙ্গে খেলছি বা বড় দলের সঙ্গে খেলছি এমন কিছু। উন্নতির জায়গা অবশ্যই আছে, তবে আমার মনে হয়, আমরা এই জায়গা থেকে ওভারকাম করতে পারব।’

এদিকে ম্যাচের আগের দিনও টিমের কম্বিনেশন এবং উইকেটকিপার ইস্যুতে ধোঁয়াশাই রেখেছেন টাইগার অধিনায়ক শান্ত। এ প্রসঙ্গে টাইগার অধিনায়কের মন্তব্য, ‘কম্বিনেশন সবাই খেলার জন্য প্রস্তুত আছে। (হাসি) এই উত্তর অনেকবার দিয়েছি। খুবই স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা। কে উইকেটকিপিং করবেন। কাল টসের পর জেনে যাবেন।’ 

উল্লেখ্য, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে আগামী ২৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


সর্বশেষ সংবাদ