সেই বিতর্কিত আউট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ফারুক আহমেদ
ফারুক আহমেদ   © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ‘সন্দেহজনক আউট’ নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল। এ নিয়ে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরাও সরব হয়ে উঠেছিলেন। একপর্যায়ে বিতর্কিত সেই আউট নিয়ে শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তদন্ত শুরুর বিষয়টিও জানা গিয়েছিল।

গেল (৯ এপ্রিল) ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবকে পয়েন্ট ছেড়ে দিতে ইচ্ছাকৃতভাবে আউট হন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির ও রহিম আহমেদ। পরে ৫ রানে ম্যাচটি হেরে যায় শাইনপুকুর। যদিও বিসিবি দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) তদন্তে দোষ স্বীকার করেননি তারা।

শনিবার (১৯ এপ্রিল) সেই বিতর্ক নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার (ফারুক) ভাষ্য, ‘এই পাতানো খেলাটা দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের ক্রিকেটে বড় হারে কমেছে। এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। পাতানো খেলা হলে ওই খেলা দিয়ে আপনি কোনোদিন ভালো ক্রিকেটার পাবেন না। আপনার সেরা ব্যাটারকে আপনি বলবেন ডাক মেরে আউট হতে। আপনার সেরা বোলারকে আপনি বলবেন ওয়াইড, নো দিতে- উইকেট না নিতে। আসলে এটা কোনো খেলা না।’ 

আরও পড়ুন: দুদকের সেই অভিযান নিয়ে কড়া বার্তা বিসিবি সভাপতির

তিনি যোগ করেন, ‘এটা আমরা চেষ্টা করব...উদাহরণ তৈরি করা (শাস্তির) খুব জরুরি। এটা নিয়ে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। আমি এসেছি ২-৩ দিন হয়েছে। এরমধ্যে আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা তদন্ত করতে। যদি তদন্তে কিছু পাওয়া যায় অবশ্যই শাস্তির ব্যবস্থা করব আমরা।’ 


সর্বশেষ সংবাদ