সিটি কলেজের সামনে ভিআইপি পরিবহনের বাস ভাঙচুর, আহত ৩

ভিআইপি পরিবহনের এই বাসে ভাঙচুর চালানো হয়
ভিআইপি পরিবহনের এই বাসে ভাঙচুর চালানো হয়  © টিডিসি

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ভিআইপি পরিবহনের একটি বাস ভাঙচুর করেছেন সিটি কলেজের একদল শিক্ষার্থী। এতে বাসের নারী যাত্রী ও ঢাকা কলেজের এক শিক্ষার্থীসহ তিন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দেড়টায় মিরপুর সড়ক-সংলগ্ন ঢাকা সিটি কলেজের সামনের অংশে এ ঘটনা ঘটে।

এক পথচারীর ভাষ্যমতে, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় ঢাকা কলেজ শিক্ষার্থী সন্দেহে বাস হামলা চালান সিটি কলেজের ৭-৮ শিক্ষার্থী। তাদের হাতে লাঠিসোটা ছিল। এ সময় বাসের চালক ও কন্ডাক্টরকে হেনস্তা করা হয়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলেও তবুও তারা শুনেছিলেন না। পরে পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়।

আরও পড়ুন: ‘জনদুর্ভোগ সৃষ্টি করিনি বলেই কি সরকার আমাদের দিকে তাকাচ্ছে না’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি ‘কথা কাটাকাটির’ জেরে সায়েন্স ল্যাব এলাকাতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ার লেখালেখিকে কেন্দ্র করে ১৫ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সর্বশেষ সংবাদ