সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কলেজ শিক্ষার্থী
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:৩২ PM
চট্টগ্রামের কর্ণফুলীতে এক যুবক নিজ ইচ্ছায় ও গভীর অনুপ্রেরণায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই শিক্ষার্থীর পূর্বের নাম ছিল আশিক নাথ। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নতুন নাম রেখেছেন আসাদুল্লাহ নূর আশিক। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগরের মোস্তফা হাকিম কলেজে অধ্যয়নরত এবং তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা এলাকায়।
নওমুসলিম আসাদুল্লাহ নূর আশিক জানান, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) তিনি চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এর আদালতে একটি এফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। এরপর ২ মে (শুক্রবার) কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী হামিদিয়া বাগদাদিয়া শাহী জামে মসজিদে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পেছনে তার আত্মিক অনুপ্রেরণার কথা জানিয়ে আসাদুল্লাহ বলেন, "গত পাঁচ-ছয় বছর ধরে ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলামের নৈতিকতা, মানবকল্যাণমূলক দিক ও শান্তিপূর্ণ জীবন দর্শন দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত হই। আয়াতুল কুরসি ও কুরআনের অন্যান্য সূরাগুলো বাংলা অনুবাদে শুনে মনে এক নতুন অনুভূতির জন্ম হয়। নিজে নিজে ইসলামের বিভিন্ন দিক নিয়ে চর্চা করতে করতেই একসময় আমার মন থেকে সনাতন ধর্মের প্রতি আগ্রহ ও বিশ্বাস একেবারে হারিয়ে যায়। তখন আমি দৃঢ় সিদ্ধান্ত নিই – শান্তির ধর্ম ইসলামই হবে আমার জীবনের পথপ্রদর্শক।”
তিনি আরও জানান, নিয়মিত ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল ও ইসলামি আলোচনায় অংশ নিয়ে ধীরে ধীরে তার মধ্যে এক গভীর ধর্মীয় অনুভূতির জন্ম হয়। একপর্যায়ে নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেন।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী বলেন, “আসাদুল্লাহ নূর আশিক একজন জ্ঞান-পিপাসু মানুষ। ইসলাম গ্রহণের পূর্বেই তিনি ধর্মীয় বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করেছেন। তিনি ইসলামের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করেই নিজ ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করেছেন। আমরা তার এই মহৎ সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভবিষ্যতে ইসলামি শিক্ষা ও জীবনে এগিয়ে যাওয়ার পথে তাকে সবধরনের সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।”