তরমুজ কিনতে গিয়ে নিখোঁজ কিশোর, নদী থেকে লাশ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৯ PM

লালমনিরহাটে তরমুজ কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে কিশোর এরফানের (১২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার মোগলহাট ছয়মাথা এলাকায় ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার দুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, এরফানের তরমুজ খেতে ইচ্ছে করলে মায়ের কাছে টাকার বায়না ধরে। পরে মায়ের কাছ থেকে ৫০ টাকা নিয়ে শনিবার দুপুরে ধরলা চরের তরমুজ খেতের দিকে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। অবশেষে রোববার সকালে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ছয়মাথা এলাকায় ধরলা নদীতে অভিযান চালিয়ে এরফানের লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, ধরলা নদীর হালকা স্রোত অতিক্রম করে তরমুজ খেতে যাওয়ার পথে স্রোতে চাপে ভেসে ডুবে মৃত্যু হয়েছে এরফানের।
মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম আতিক বলেন, নিখোঁজ এরফানের লাশ ধরলা নদী থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সে শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল।