মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনা কবলিত পিকআপ
দুর্ঘটনা কবলিত পিকআপ  © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোস্তাকিমা আক্তার (৩৫), হাফিজুর রহমান (২৬), আয়েশা  বেগম (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে  বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন।  

তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পিকআপটিতে বাড়ির জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ জন গুরুতর  আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।  


সর্বশেষ সংবাদ