সিলেটে বাটার দোকানে লুট: আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ AM

সিলেট শহরের বাটার শোরুমে লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের এক নেতার সন্তান ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিমানবন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সময় পূর্ব জিন্দাবাজারে বাটার একটি আউটলেটে হামলা চালানো হয়। কিছু দুর্বৃত্ত ওই দোকানে ভাঙচুর চালায়। এ সময় অন্যরা ভাঙচুরে ব্যস্ত থাকলেও জিহান ব্যাগে ভরে জুতা লুট করেন। তার জুতা লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার ভিডিও ফুটেজ ও সিসিটিভি বিশ্লেষণ এবং সোর্সের তথ্যের ভিত্তিতে জিহানের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে শুক্রবার রাতে বিমানবন্দর এলাকায় তার আত্মগোপনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, জিহানই লুটের ঘটনায় জড়িত। তাঁর বাবার পরিচয় আওয়ামী লীগ নেতা হিসেবে পাওয়া গেলেও তাঁর সুনির্দিষ্ট পদ-পদবি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।”