বরগুনা-পিরোজপুরের ২৫ গ্রামে ঈদ উদযাপন
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০২:৪৮ PM

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এ বছরও বরগুনা সদর, আমতলী, তালতলি, বেতাগী ও পাথরঘাটার ১৫টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারী কয়েকশ পরিবার আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে। একইসঙ্গে পিরোজপুরের অন্তত ১০টি গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
সকাল সাড়ে ৮টার দিকে বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী। এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে পিরোজপুরের ১০টি গ্রামের সাত শতাধিক পরিবার। তারা সুরেশ্বর পীরের অনুসারী।
সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান (ঈদুল ফিতর) ও কোরবানির (ঈদুল আজহা) ঈদ পালন করেন। ঈদ জামাত শেষে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির কল্যাণে দোয়া করা হয়।