ভোলায় দুস্থদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভর ফাউন্ডেশন’
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৪:১৯ PM

পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভর ফাউন্ডেশন’। সংগঠনটি ভোলার বিভিন্ন উপজেলার শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (১৪ রমজান) চরফ্যাশনে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
২০২৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের সহায়তায় নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। রমজানে ইফতার বিতরণ তাদের অন্যতম বার্ষিক আয়োজন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাজিব হাসান রিয়াদ বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কিছু হতে পারে না। আমরা চেষ্টা করছি সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমীন বলেন, এই ইফতার সামগ্রী বিতরণ কোনো দয়া নয়, এটি আমাদের পক্ষ থেকে রোজাদারদের জন্য ভালোবাসার উপহার। আমরা চাই, এই উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিক।
নির্ভর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া বলেন, একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী মানবতার সেবায় নেমেছে, এটি সত্যিই প্রশংসনীয়। আমরা আশাবাদী, সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।
সংগঠনের সভাপতি আসাদ হোসাইন বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে অনেকের অবদান রয়েছে—কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
অর্থ সম্পাদক হাসানুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের। সমাজের সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
এসময় সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিনসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা নির্ভর ফাউন্ডেশনের এ উদ্যোগকে সামাজিক উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। উপকারভোগীরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।