নেত্রকোনায় সেই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৯:৩৫ PM

নেত্রকোণার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা।
মঙ্গলবার(১১ মার্চ) রাতে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ ( সংশোধিত ২০০০) তদসহ ৫০৬ পেনালকোড আইনে দায়ের করেন।
মামলায় প্রধান আসামীরা করা হয়েছে উপজেলার সান্দিকোনা ইউপির হরিগাতী মাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ হবি মিয়া (১৯), প্রধান আসামীর পিতা মোঃ হারুন মিয়া) (৬০), ভাই মোঃ রবি মিয়া (২৫),চাচা জুলহাস মিয়া (৫০), সুলতান মিয়া (৪০)।
মামলা অভিযোগে বাদী বলেন,বিবাদীরা তার প্রতিবেশি। তার চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ে (ভিকটিম) গত ৮ মার্চ ইফতারের পর বসতঘরের পেছনে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হতেই প্রধান আসামী হবি মিয়া ভিকটিমকে জাবরিয়ে ধরে টেনে হেচরে জঙ্গলে নেওয়া চেষ্টা করে।
এসময় ভিকটিমের সাথে থাকা ছোট বোনের ডাকচিৎকারে তার মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যায়। এদিকে ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ঘটনার একদিন পরে বিবাদীদের বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। তালা লাগানোর সময় দুটি গরু নিয়ে গেছে দাবী করছে বিবাদী পক্ষ।
অপরদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও জোর চেষ্টা হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক প্রক্রিয়া দেখা দেয়।
মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ ( সংশোধিত ২০০০) তদসহ ৫০৬ পেনালকোড আইনে ভিকটিমের বাবা মামলা দায়ের করেন।
আসামীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।আশা করছি আসামিদের দ্রুতই গ্রেফতার করতে সক্ষম হব।