আবেদনের ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য ডাকল বাপেক্স!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২২, ০২:৩০ PM , আপডেট: ২৭ জুন ২০২২, ০২:৩০ PM
চাকরির জন্য আবেদন করার প্রায় ৮ বছর পর এক ব্যক্তিতে লিখিত পরীক্ষা দেওয়ার চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
২০১৪/১৫ সালে বাপেক্সের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে চাকরির আবেদন করেছিলেন মোঃ মিজাহারুল ইসলাম। গত ১ জুন তাকে লিখিত পরীক্ষা অংশ নেওয়ার জন্য একটি কলিং লেটার প্রকাশ করে বাপেক্স।
বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় 'উপযুক্ত পদে ২০১৪/১৫ সালে চাকুরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।'
'প্রাথমিক যাচাই-বাছাই' শেষ হতে ৮ বছর সময় লাগায় সেই চাকুরি প্রার্থী ঠাট্টা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন চিঠিটিও।
লিখেছেন, 'দীর্ঘ ৮ বছর পর এই অধমকে স্মরণ করার জন্য বাপেক্স এর সম্মানিত মহাব্যবস্থাপক (প্রশাসন) মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ'।
বর্তমানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন তিনি।