জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

ইন্টার্নশিপের সুযোগ
ইন্টার্নশিপের সুযোগ   © সংগৃহীত

ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দক্ষ জন সম্পদ গড়ে তুলতে ইয়াং বাংলা ও সিআরআই’র উদ্যোগে এ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ ইন্টারশিপে অংশ নিতে আগ্রহীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে।

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন : যেভাবে দেখা যাবে এ আর রহমানের কনসার্ট

শুধুমাত্র চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় উপস্থিত বা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। সামাজিক বিজ্ঞান/কলা/বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা খুবই সীমিত রাখা হয়েছে। আবেদন করতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ