২৪০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, দেবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিও

এরিয়া ইনজার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে
এরিয়া ইনজার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ইনজার্জ’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ২৪ থেকে ২৬ হাজার বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড;

বিভাগের নাম: মার্কেটিং;

পদের নাম: এরিয়া ইনজার্জ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ২৪০০০-২৮০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা

বেতন: শিক্ষানবিশকালে ২৪,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২৬,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা সুবিধা;

*মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল;

*উৎসব বোনাস;

আরও পড়ুন: ১৮০০০-২০০০০ বেতনে কল সেন্টারে চাকরি দিচ্ছে ভিভো, লাগবে না অভিজ্ঞতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ২৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: নিজ বা পার্শ্ববর্তী জেলা;

আবেদনের যোগ্যতা—

*ব্যবস্থাপনা/মানবসম্পদ ব্যবস্থাপনা/লোকপ্রশাসনে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ২০০ অফিসার নেবে প্রমি এগ্রো ফুডস, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ