বিআইবিএমে চাকরি, বেতন ছাড়াও পাবেন নানান সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। প্রতিষ্ঠানিটি ২ ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম);
১. পদের নাম: এক্সিকিউটিভ অফিসার (আইটি/আইসিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৪১,৫৮০—৬৩,২৮০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া;
*মূল বেতনের ১০ শতাংশ মেডিকেল ভাতা;
*যাতায়াত ভাতা ২,০০০ টাকা;
*বিআইবিএমের এমপ্লয়িজ সার্ভিস রেগুলেশন অনুযায়ী অন্যান্য সুবিধা;
আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৫৮
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/সমমানের সিজিপিএ-২ গ্রহণযোগ্য নয়;
*ইনস্টল কনফিগারিং ও উইন্ডোজ অথবা লিনাক্স প্ল্যাটফর্মের অধীন ল্যান এবং ওরাকল/এসকিউএল সার্ভার প্ল্যাটফর্মের অধীন একটি ডেটাবেজ সিস্টেম ডিজাইন রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
২. পদের নাম: অফিসার (জেনারেল);
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৯,৪২৫—৩৮,৯৪৫ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া;
*মূল বেতনের ১০ শতাংশ মেডিকেল ভাতা;
*যাতায়াত ভাতা ২,০০০ টাকা;
*বিআইবিএমের এমপ্লয়িজ সার্ভিস রেগুলেশন অনুযায়ী অন্যান্য সুবিধা;
আরও পড়ুন: ২৭৮ কানুনগো নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়, বেতন গ্রেড-১০
আবেদনের যোগ্যতা—
*৪ বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/সমমানের সিজিপিএ-২ গ্রহণযোগ্য নয়;
*অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ই–মেইল) বিষয়ে জ্ঞান থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ, মার্কসিট ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (সত্যায়িত) নিজ স্বাক্ষর করা আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে;
আবেদন ফি—
বিআইবিএমের অনুকূলে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), প্লট নম্বর-৪, মেইন রোড নম্বর- ১, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৪;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।