২৭৮ কানুনগো নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়, বেতন গ্রেড-১০
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রতিষ্ঠানটি ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নন-ক্যাডার সার্ভিসে ২৭৮ উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) নিয়োগে (২৮ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ ডিসেম্বর বেলা ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো);
পদসংখ্যা: ২৭৮টি;
বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (১৮ নভেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ১৯০
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা,
*স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;
*কোনো প্রতিষ্ঠানে জরিপবিষয়ক কাজে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বিএসটিআই প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯৭
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে পিএসসির নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬টা;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।