থাকছে কর্মসংস্থানের সুযোগ

জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ দেবে কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রশিক্ষণ
প্রশিক্ষণ  © প্রতীকী ছবি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত বিভিন্ন জেলা ও উপজেলায় তিনমাস মেয়াদি ৯১টি কারিগরি প্রশিক্ষণ দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রশিক্ষণ শেষে থাকছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড'/ 'জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’/বিএমইটি'র দক্ষতা সনদ অর্জনসহ দেশে ও বিদেশে চাকরীর সুযোগ।

কোর্সের মেয়াদ: তিন মাস

সেশন: এপ্রিল- জুন, ২০২৩

প্রশিক্ষণ শুরু: ০২ এপ্রিল ২০২৩

যোগ্যতা: প্রশিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি (সমমান) / এসএসসি (সমমান)। 

প্রশিক্ষণ ট্রেড সমূহের নাম : কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স, কনজুমার ইলেকট্রনিক্স, অটোমোটিভ মেকানিক্স উইথ ড্রাইভিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, মেশিন সপ প্র্যাকটিস, | সিএনসি মেশিন অপারেশন, গার্মেন্টস, সিভিল কনস্ট্রাকশন সহ ৩২টি ট্রেড।

ভর্তিফরম, আবেদন পত্র, ভর্তি ফি ও বয়সের তথ্যাদি :

১। ভর্তিফরম স্ব-স্ব টিটিসি'র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা টিটিসি'র সংশ্লিষ্ট ট্রেড বা প্রশিক্ষণ শাখা থেকে বিনা খরচে আগামী ২১ মার্চ, ২০২৩ খ্রি: পর্যন্ত সংগ্রহ করে ভর্তি হওয়া যাবে;

২। ফরম পূরণ করে যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে যোগ্যতা যাচাই করে ভর্তি করা হবে;

৩। “আমি প্রবাসী এ্যাপস”-এর মাধ্যমে সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করা যাবে;

৪। টিটিসিসমূহের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং অধ্যক্ষদের নাম ও মোবাইল নম্বর বিএমইটি'র ওয়েবসাইট www.bmet.gov.bd  এ পাওয়া যাবে;

৫। আবেদনপত্রের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হবে : (১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (2) NID / Birth Certificate এর ফটোকপি (৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি এবং (৪) বৈদেশিক চাকরী প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি;

৬। নির্ধারিত হারে ভর্তি ফি ও টিউশন ফি প্রদান করতে হবে এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে ভর্তির ক্ষেত্রে সাধারণত কোন বয়স সীমা প্রযোজ্য হবে না।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন: (মো. মাহবুবুর রশীদ তালুকদার) পরিচালক (প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) ফোন নং-০২-৪৮৩১৩৭৭৭ (অফিস) অথবা ইমেইল করুন: email-dirtgplanning@gmail.com


সর্বশেষ সংবাদ