উপজেলা পর্যায়ে নারীদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ দিচ্ছে মহিলা অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৫০ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৫০ AM
“উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের অধীনে ৮ টি বিভাগীয় শহর (রাজশাহী বিভাগের পাবনা জেলায়), ৬৪টি জেলা শহর ও ৪৩১ টি উপজেলায় বিভিন্ন ট্রেডে দরিদ্র, সুবিধা বঞ্চিত (১৬-৪৫ বছর) মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আগ্রহীরা ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ট্রেডের নাম:-
১। ফ্যাশন ডিজাইন
২। বিউটিফিকেশন
৩। ক্রিস্টাল শোপিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি)
৪। মাশরুম চাষ, ভার্মি কম্পোষ্ট ও মৌচাষ
৫। শতরঞ্জি ও হস্তশিল্প
৬। ফুড প্রসেসিং
৭। বেবি কেয়ার ও হাউজকিপিং
৮। কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং
৯। কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
১০। মটর ড্রাইভিং
প্রশিক্ষনের সময়সীমা: ৩ মাস মেয়াদী (সর্বমোট: ৩৬০ ঘন্টা)
আসন সংখ্যা: প্রতি ব্যাচে ৩০ জন
বয়সসীমা: ১৬-৪৫ বছর
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ হতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
০১। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে আইজিএ প্রকল্পের ওয়েবসাইট (iga.dwa.gov.bd) এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে প্রশিক্ষণে ভর্তির আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে। আবেদনের জন্য কোন ফি জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা:
(ক) অনলাইনে এ আবেদনপত্র পূরণের তারিখ ও সময়: ০৮/১১/২০২২ সকাল -০৯.০০ টা হতে ১৫/১২/২০২১ খ্রি: দুপুর-১২.০০ টা। উল্লেখ্য, এই সময়ের মধ্যেই পূরণকৃত আবেদনপত্রের পিডিএফ কপি আবশ্যিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
(গ) বিভাগীয়/জেলা/উপজেলা পর্যায়ে (যাহার জন্য যা প্রযোজ্য) আবেদনপত্রের প্রিন্ট কপি জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৪/১১/২০২২বিকাল-৪.০০ টা।
০২। বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা ট্রেড বাতিল/ সংশোধন বা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
০৩। আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে (কেবলমাত্র ইংরেজীতে পূরণের নির্দেশনা ব্যতিরেকে)।
১০। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এ আবেদন করা না হলে পরবর্তীতে কোনক্রমেই কোন আবেদন গ্রহণ করা হবে না।