কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো প্রকাশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত লোগো প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাকির হোসেন নিজের ফেসবুক আইডিতে এটি পোস্ট করেন। 

উপাচার্য লোগোর ব্যাখা দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান চারটি বিষয় শিক্ষা দান,আধুনিক গবেষণার মাধ্যমে কৃষির রুপান্তর ও উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের সমৃদ্ধি আনয়ন। 

১.কুডিগ্রামের কুড়ি কে নিয়ে কুড়িটি পাট গাছের (বাংলাদেশের সোনালী আঁশ) পাতা দিয়ে কৃষি বিষয়টি বোঝানো হয়েছে
২.চারটি প্রস্ফুটিত ফুল দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে।
৩.ডিসিপ্লিন -১: কৃষির রুপান্তরে স্মার্ট কৃষি 
ডিসিপ্লিন ২: লাইভস্টক এ স্মার্ট লাইভস্টক
ডিসিপ্লিন ৩: ফিসারিজ এ কুড়িগ্রামের লোকাল বইরালি মাছ, তিনটি বড় নদীকে (ব্রহ্মপুত্র,তিস্তা ও ধরলা) বোঝানো হয়েছে তিনটি পানির লাইন দিয়ে, ছোট ছোট পানি দাগ দিয়ে ১৩ টি শাখা নদী কে বোঝানো হয়েছে। গ্রাফ দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে বোঝানো হয়েছে। 
ডিসিপ্লিন ৪:  বিজ্ঞান ও প্রযুক্তি এর প্রতীক, আধুনিক কৃষি প্রযুক্তি কে ভিত্তি ধরে।
৪. চাকা- চারটি ডিসিপ্লিনের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন। 
৫.জ্ঞানের আলো ছড়ানোর নির্দেশক বই (চারটি পাতা দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে)
৬.কনভোকেশন ক্যাপ দিয়ে মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি বোঝানো হয়েছে।
৭. প্রতিষ্ঠা ২০২২ খ্রি.

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ জুন ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ জাতীয় সংসদে উত্থাপিত হয়। যাচাই-বাছাই ও আলোচনা শেষে একই বছরের ১৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে পাস হয়। পরে ২২ সেপ্টেম্বর তা গেজেটভুক্ত হয়।


সর্বশেষ সংবাদ