নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে হেল্প ডেস্ক
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে নোবিপ্রবি ছাত্রদল ও নোয়াখালী জেলা ছাত্রদল। শুক্রবার (২৫ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সহায়তায় দলটির নেতাকর্মীরা এ হেল্প ডেস্ক স্থাপন করেন।
ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ সব বিভিন্ন ধরনের সহযোগিতা করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
হেল্প ডেক্স কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নুর হোসেন বাবু, সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান প্রমুখ।
আরো পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
আহবায়ক নুর হোসেন বাবু বলেন, ‘আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।’
ছাত্রদল নেতা হাসিবুল হোসেন হাসিব বলেন, ‘ছাত্রদল মেধাবীদের ছাত্র সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এ আয়োজন।’