পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৬৫ শতাংশ

  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদভুক্ত স্নাতক প্রধম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে মোট ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১টি কেন্দ্রে মোট ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৬২৭ জন; অনুপস্থিত ছিল ১ হাজার ৩৭৩ জন। উপস্থিতির হার ছিল ৬৫ দশমিক ৬৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এ বি এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। মাগুরা থেকে আসা সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও চমৎকার ছিল।

বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী আদনান বলেন, প্রথমে প্রশ্নপত্র সহজ মনে হলেও পরে দেখলাম কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। তারপরও আমি আশাবাদী।

পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপ-উপাচার্য বলেন, পরীক্ষার হল পরিদর্শন করেছি। সবকিছু অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস এবং বিএনসিসি শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি আসা শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence