রাবির আসনবিন্যাস জটিলতা নিয়ে সভায় বসেছে ভর্তি কমিটি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ১১:০৭ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি উপ-কমিটির সভা শুরু হয়েছে। আসন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের আসনবিন্যাস নিয়ে জটিলতা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৭ মার্চ) বেলা ১০টার দিকে এ সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্পর্কে ভর্তি উপ-কমিটির বৃহস্পতিবারের নির্ধারিত সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
সভাটি আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় অন্যতম আলোচ্য হবে আসন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের আসনবিন্যাস পর্যালোচনা।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বণ্টনে দুর্ভোগ বেড়েছে রাজশাহী, রংপুর ও খুলনার অঞ্চলের শিক্ষার্থীদের। এক বিভাগের শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফলে আসন বিন্যাস বাতিল চেয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আরো পড়ুন: বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?
পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সভায় শুধুমাত্র এক শিফটে নির্ধারিত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় মোট ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আরো জানা গেছে, যেখানে কিছু প্রতিষ্ঠানে আসনসংখ্যা কম, অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা বেশি। আবার যেখানে আসনসংখ্যা বেশি, সেখানে আবেদনকারীর সংখ্যা কম। ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থীর আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়েছে।