রাবির ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা

রাবি
রাবি   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘বি’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ সাক্ষাৎকার।

সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২২, ‘বি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি জানান, আগামী ২৪ আগস্ট থেকে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৫ এবং ২৮ আগস্টও এ সাক্ষাৎকার চলবে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এবং আইবিএ ভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

Screenshot_1 (1)

আরও পড়ুন : জাবি ভর্তিচ্ছুদের ইউনিটভিত্তিক সাক্ষাৎকার শুরু

এদিকে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্র অবশ্যই দেখাতে হবে:

১) পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র

২) Subject Choice ফরম

৩) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট

৪) এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড

এছাড়া প্রকাশিত ফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা যথাযথ (ইউনিট-বি) কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


সর্বশেষ সংবাদ