ঢাবির ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ১০ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলতি মাসের ১০ আগস্ট শুরু হবে। শেষ হবে ১১ আগস্ট।

আজ সোমবার (১ আগষ্ট) বলো আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের ‌সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিজ্ঞান অনুষদের এখনো সাক্ষাৎকার শুরু হয়নি। ওদের চার ও পাঁচ তারিখে নিবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা ১০ ও‌ ১১ জুলাই ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার নিতে যাচ্ছি।

এবারের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৩টি শাখায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১১ জন। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ৷ ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷


সর্বশেষ সংবাদ