গুচ্ছের শেষ দিনের পরীক্ষা সম্পন্ন, নোবিপ্রবির কেন্দ্রে উপস্থিত ৯৫.২৫ শতাংশ
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৬:৫২ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২১, ০৬:৫২ PM
‘সি ইউনিট’ এর পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। শেষ দিনের ভর্তি পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষার্থীর ৯৫.৫ শতাংশ উপস্থিত।
সোমবার (১ নভেম্বর) দেশের সকল কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতির এই সেশনের শেষ পরীক্ষা। ২০ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত আয়োজন করে সম্মিলিত ভর্তি পরীক্ষা। এতে সারাদেশে মোট কেন্দ্র ছিল ২৯ টি।
দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হলে কয়েকটি হল পরিদর্শন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘নোবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি আমাদের। অন্য দুই ইউনিটের মত 'সি’ ইউনিটের ফলাফলও অতিদ্রুত প্রকাশ করতে পারবো বলে আশা করছি। সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নোয়াখালীর বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য ও সহযোগিতা করেছে। আমরা সকলের নিকট কৃতজ্ঞ।’
উপাচার্য এ সময় নোবিপ্রবি বিএনসিসি, নোবিপ্রবি রোভার স্কাউট ও নোবিপ্রবি সাংবাদিক সমিতিকে ভর্তি পরীক্ষা আয়োজনে সর্বাত্নক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি উপ উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং নোবিপ্রবির পরীক্ষা কমিটির আহবায়ক ও বানিজ্য অনুষদের ডিন ড. সেলিম হোসেন ও ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
করোনা পরিস্থিতি বিবেচনা করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষার্থীদের দেহের তাপমাত্রা পরিমাপ ও মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে যেকোন জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম। এছাড়াও ভর্তিচ্ছুদের পরিবহনের জন্য নোবিপ্রবির নিজস্ব বাস সার্ভিস প্রদান করা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি কমাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাহিরে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। পাশাপাশি নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউট পরীক্ষা হলের নিরাপত্তার দায়িত্ব ও স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে। এছাড়াও কয়েকটি গ্রুপে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা দেয় নোবিপ্রবি ছাত্রলীগ।
বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে মোট ৩,৪৬২ জন ভর্তিচ্ছুর মধ্যে ৩,২৮০ জন তথা ৯৪.৭৫ শতাংশ, মানবিক শাখার পরীক্ষায় ১,৬৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৬০৪ জন তথা ৯৫ শতাংশ এবং বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৩০৫ জন তথা ৯৫.২৫ শতাংশ উপস্থিত ছিল।
এবারের ভর্তি পরীক্ষা নিয়ে নোবিপ্রবির সমন্বিত ভর্তি পরীক্ষার কমিটির আহবায়ক ও বাণিজ্য অনুষদের ডিন মো. সেলিম হোসাইন বলেন, ‘নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিগত বছরগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তরফ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা আয়োজনে সবরকমে ব্যবস্থা নেওয়া হতো। এ বছরও কোভিড-১৯ পরিস্থিতিকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ সম্পূর্ণ করেছে। গত তিনটি ইউনিটে পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অনাঙ্খিত ঘটনা ঘটেনি।’
প্রসঙ্গত, এবারের গুচ্ছ পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষে ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে ১ লাখ ৩১ হাজার ৯০১ জন। মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন রয়েছেন।
তিন ইউনিটের সর্বমোট আসনসংখ্যা ২২ হাজার ১৩টি। তিন ইউনিট মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।