নানা নাটকীয়তার পর গুচ্ছে থাকার ঘোষণা ইবি শিক্ষক সমিতির

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

গুচ্ছে থাকা না থাকা নিয়ে শুরু থেকে নানা নাটকীয়তার পর অবশেষে গুচ্ছে থাকার ঘোষণা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। শুক্রবার (২৬ এপ্রিল) সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেয়ার দাবি অটুট রয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে পনেরো হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের কল্যাণ বিবেচনা করে শিক্ষকতার দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি আপাতত স্থগিত করে অত্র শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সম্মানিত শিক্ষকগণ অংশগ্রহণ করবেন। 

জানা জায়, প্রথমে সকল শিক্ষক নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পক্ষে ছিল। পরবর্তীতে পুনরায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে না যাওয়া এবং গুচ্ছে গেলে কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। পরবর্তীতে গুচ্ছে অংশ নেওয়া নেওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা। এ নিয়ে সমিতি দফায় দফায় মিটিংয়ে বসে। গত ২৩ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ১৫ সদস্যের কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়া অন্যদের সাতজন গুচ্ছে না যাওয়ার পক্ষে এবং ছয়জন গুচ্ছের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গুচ্ছে না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত হলে আগ্রহী পক্ষের ছয়জন ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন। 

শেষ পর্যন্ত সরকারের ওপর মহলের অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয় ফের গুচ্ছে অংশ নিলে বৃহস্পতিবার শেষ বারের মতো শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সেখানে উপাচার্য শিক্ষকদের ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। এর প্রেক্ষিতে জরুরি সাধারণ সভা করে ভর্তি পরীক্ষার মাত্র একদিন আগে সিদ্ধান্ত পরিবর্তন করলো শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, যেহেতু ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে তাদের কথা চিন্তা করেই আমাদের গুচ্ছে অংশ নেওয়া। গুচ্ছ প্রক্রিয়ায় আমরা মেধাবী শিক্ষার্থী পাচ্ছি না। দীর্ঘসূত্রতার কারণে অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। এছাড়াও কার্যক্রমের নানা জটিলতা নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছে যে-সব অসামঞ্জস্যতা এবং ত্রুটি রয়েছে ইবি শিক্ষক সমিতি এখনো সেগুলোর বিরুদ্ধে রয়েছে। এছাড়া শিক্ষক সমিতি যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো তাতেও অটুট রয়েছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়কে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী কেন্দ্র হিসেবে পছন্দ করেছে। অভিভাবকসহ তারা এখানে পরীক্ষা দিতে আসবে। শিক্ষকতার দায়িত্ববোধ থেকে তাদের দিক বিবেচনা করে আপাতত আমরা দাবি স্থগিত করেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence