মেডিকেল ভর্তিতে মাইগ্রেশন তিনবার, কোচিং বন্ধ ৯ জানুয়ারি থেকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ PM
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার মেডিকেল কলেজে ভর্তির সময় তিনবার মাইগ্রেশনের সুযোগ থাকবে। রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে মেডিকেল কোচিং। এবার মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে তিনবার। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন ভর্তচ্ছুরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম থাকবে।
আগামী ৪ জানুয়ারি থেকে আবেদন নেয়া শুরু হবে বিদেশি শিক্ষার্থীদের। আর দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১০ জানুয়ারি। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ জানুয়ারি।
আরো পড়ুন: ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা যাচ্ছে
ফি জমা দেয়ার জন্য ২৪ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। রোল নম্বর ও আসন নিয়ে সিদ্ধান্ত ২৬ জানুয়ারির মধ্যে হবে। আর প্রবেশপত্র বিতরণ শেষ হবে ৫ ফেব্রুয়ারির মধ্যে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন শেষে ৯ ফেব্রুয়ারি পরীক্ষা হবে।