জাবি ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

জাবি ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল
জাবি ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল  © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার (৩১ মে)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত  আবেদন করা যাবে। এ বছর আবেদনের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের অনলাইন আবেদন চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়। আগামী বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর আবেদনের বয়সসীমা বাড়ানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে জাবির ভর্তি পরীক্ষা

আগের বছরের মতো এবারও শিফট পদ্ধতিতে জাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া গেল বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে ভর্তি পরীক্ষা।

আবু হাসান বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাধারণত ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়। এবার এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ায় ভর্তি পরীক্ষাও পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ