নিটোর ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

নিটোরে ভর্তির আবেদন শেষ আজ
নিটোরে ভর্তির আবেদন শেষ আজ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকবে। আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজিসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ (আট) গ্রেড থাকতে হবে। এছাড়া আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ (সাত) পেতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। যে সকল প্রার্থী ২০১৯ সালের পূর্বে এসএসসি এবং ২০২১ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হইয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই।

অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে করতে হবে। উপজাতি প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকিবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
পদার্থবিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন-৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান-১০ নম্বর সর্বমোট ১০০ (এক শ) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

ভর্তির প্রক্রিয়া
ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা–খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ০১ (এক) বছর ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এছাড়া ১০০০/- (এক হাজার) টাকা ACADEMIC FUND OF PHYSIOTHERAPY" চলতি হিসাব নং “020000১৭৬৭২৭৪”, অগ্রণী ব্যাংক লিঃ শ্যামলী শাখা, ঢাকা” এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোন অনলাইন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG), এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG), প্রয়োজন হবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: রাতে শেষ হচ্ছে গুচ্ছের ভর্তি আবেদন, জমা পড়তে পারে তিন লাখ

প্রবেশপত্র সংগ্রহ
১৪ মে ২০২৩ থেকে ১৮ এপ্রিল ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)। শিক্ষার্থীরা http://nitorbd.bigmsoft.com হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপি সহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষা
১৯ মে ২০২৩ (শুক্রবার সকাল ১০টায়)

স্থান
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাঁও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)


সর্বশেষ সংবাদ