মেডিকেলে ভর্তি: শেবামেক কেন্দ্রে অংশ নেবেন ৩ হাজার ৭৩৫ শিক্ষার্থী

শের-ই-বাংলা মেডিকেল কলেজ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ  © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) কেন্দ্র থেকে অংশ নেবেন ৩ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী।

বরিশাল অঞ্চলে শেবামেকসহ তিনটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের তিনটি গ্যালারি এবং সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) পরীক্ষা নেয়া হবে।  

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন গণমাধ্যমকে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।


সর্বশেষ সংবাদ