অনলাইনে বিএম কলেজের পরীক্ষা ‍শুরু, উপস্থিতি ৯০ শতাংশ

সরকারি ব্রজমোহন কলেজ
সরকারি ব্রজমোহন কলেজ  © ফাইল ফটো

বরিশাল বিভাগে সর্ব প্রথম অনলাইনে পরীক্ষা নেয়া শুরু করেছে সরকারি ব্রজমোহন কলেজ (বিএম)। পরীক্ষা শুরু থেকেই ব্যাপক সাড়া পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া জানান, প্রথম দু’দিনে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, অনলাইনে পরীক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। করোনার কারণে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে অনলাইনে শিক্ষা কার্যক্রম একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত এবং সক্রিয় অংশগ্রহণ আমাদেরও অনুপ্রাণিত করছে।

বিএম কলেজের প্রশাসনিক কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়। যা পুরো বরিশাল বিভাগে প্রথম অনলাইন পরীক্ষা কার্যক্রম। ওইদিন বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেন।

এদিকে আজ বুধবার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়। এদিন ৩০৫ জনের মধ্যে ২৭২ জন অর্থাৎ ৮৯.১৮ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

কলেজ প্রশাসন জানিয়েছে, বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। পঞ্চাশ মিনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পঞ্চাশটি নৈব্যত্তিক প্রশ্নের উত্তর দিতে হয়।

অটোপাস পদ্ধতি রোধ করতে এমন উদ্যোগ নিয়েছে কলেজটি। অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, অনলানইন পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে যেন অটোপাস সিস্টেম চালু না হয়। অটোপাস সিস্টেম চালু হলে শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষার গুরুত্ব অপ্রয়োজনীয় হয়ে যাবে। পরবর্তী পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence