এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:৫৯ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ০৯:২৭ AM
বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৩ ডিসেম্বর। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫থেকে ২২ডিসেম্বর মধ্যে।
বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়।
আরও পড়ুন: ফের ছাত্রলীগের পদে শিক্ষার্থী নির্যাতনে বহিষ্কৃতরা।
প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলেও কোনো কোন বিষয়ে পরীক্ষা রয়েছে। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
৬ নভেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। সম্পূর্ন রুটিন জানতে ক্লিক করুন এখানে।