যুক্তরাষ্ট্রজুড়ে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ  © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ফের বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। শনিবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এ বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দেশটি থেকে অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন যুদ্ধে তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

রয়টার্স জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগোসহ প্রধান শহরগুলোতে শনিবার এ বিক্ষোভ হয়। এ সময় সেখানকার সড়ক অবরোধ করে দেন তারা।

ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে এর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এদিন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন অনেকে।

আরও পড়ুন: দুই পা ভাঙলেও এসএসসি পরীক্ষা দিতে চায় মিষ্টি, স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার

ইউক্রেনকে সমর্থন, ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ, শ্রমিকদের ক্ষমতা দেওয়া, রাজতন্ত্রের বিরোধিতা এবং অভিবাসীদের স্বাগত জানানোসহ নানা ধরনের স্লোগান লেখা ব্যানার ও  প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের অনেকের হাতে ফিলিস্তিন ও ইউক্রেনের পতাকাও দেখা গেছে।

হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন, ‘অভিবাসীদের বের করে দেওয়ার জন্য ট্রাম্প ও তাঁর প্রশাসন আমেরিকার আইন ব্যবহার করতে শুরু করেছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি।’ 


সর্বশেষ সংবাদ