কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৫০, নিখোঁজ ১০০

  © সংগৃহীত

কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় আগুন ধরার পর সেটি ডুবে গিয়ে ৫০ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ১০০ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বুধবার (১৬ এপ্রিল) থেকে রেড ক্রস এবং প্রাদেশিক কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। মঙ্গলবার রাতে নৌকাটি কঙ্গো নদীতে ডুবে যায়।

নদী কমিশনার কমপিটেন্ট লোয়োকো নিউজ সংস্থা এপিকে বলেন, মোটরচালিত কাঠের নৌকাটি বোঝাই করা ৪০০ যাত্রীকে নিয়ে যাওয়ার সময় আগুন ধরে এটি ডুবে যায়। এমবানদাক শহরের কাছে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, নৌকাটিতে কয়েকজন রান্না করছিলেন। সেখান থেকেই নৌকাটিতে আগুন লাগে। নারী ও শিশুসহ অনেক যাত্রী সাঁতার না জানা সত্ত্বেয় নদীতে লাফিয়ে পড়েন। এ ছাড়া নৌকা থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের এমবানদাকা টাউন হলে রাখা হয়েছে। তাদের মধ্যে অনেকেই মারাত্মকভাবে আগুন পুড়ে গেছেন।

আল জাজিরার সাংবাদিক অ্যালেইন উয়াকানি বলেন, উদ্ধারকারীরা জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে অনভিজ্ঞ ছিলেন।

মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌ-দুর্ঘটনা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোতে নৌকা ডুবিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কারণ সড়কপথে কম যাত্রী পরিবহন করতে হয়, এ জন্য অনেকে কাঠ দিয়ে নৌকা বানিয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। আর এতেই এমন দুর্ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে ৪০০ যাত্রীবোঝাই একটি একটি ফেরি ডুবে গিয়ে ৩৮ জন মানুষের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলে একটি নৌকা ডুবে ৭৮ জন মানুষের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ