রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশ

রাবি
রাবি   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটের অন্তর্গত বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে থেকে শুন্য আসনের ভিত্তিতে প্রথম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১, ৪ ও ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে নিজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তিত হবে। যা পরবর্তী মেধা তালিকায় দেখা যাবে। তবে কেউ বিভাগ পরিবর্তন বন্ধ করতে চাইলে আগামী ১-৫ সেপ্টেম্বর বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্দেশনা অনুসরণ করে বন্ধ করতে পারবেন। এসংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http : //admission.ru.ac.bd)-এ পাওয়া যাবে। 

Ru C 1


সর্বশেষ সংবাদ