জাবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
জাবির ভর্তি আবেদনে বেশ কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেসব বিষয়ে জানা জরুরি। জেনে নেওয়া যাক, জাবির ভর্তি আবেদনের বিষয়ভিত্তিক যোগ্যতা বিষয়ে___
আবেদনের যোগ্যতা: এসএসসি ২০১৮ এবং এইচএসসি ২০২০ ও ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি আবেদনের জন্য যোগ্যতা অর্জন করবেন। তবে বিষয়ভিত্তিক কিছু শর্তও রয়েছে। শর্তগুলো নিম্নে বর্ণিত হলো____
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
B ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ ও আইন অনুষদের জন্য ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মানবিক/বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশন): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজনেস স্ট্যাডিজ অনুষদের জন্য ব্যবসা শিক্ষা/মানবিক/সমমান শাখায় নুন্যতম জিপিএ ৩.৭৫ ও বিজ্ঞান শাখায় নুন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আইবিএ-জেইউ এর জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা ৮.৫০ এবং ব্যবসা/মানবিক ও অন্যান্য শাখা মোট জিপিএ ৮.০০ পেতে হবে এবং ইংরেজী এবং গণিত / পরিসংখ্যান / অর্থনীতি / হিসাববিজ্ঞান/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A- (মাইনাস) গ্রেড থাকতে হবে।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বর।
বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ): বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ০৫, এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমত্তা ৪ নম্বর।
ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ): বাংলা ১০, ইংরেজি ৩০, গণিত ২৫ এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।