রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৩৮ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৩৮ PM
জরা কাটিয়ে নতুন ধরার সূচনার প্রয়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে বাংলা নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, চারুকলা অনুষদের ডিন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আলী।
সরেজমিনে দেখা যায়, নববর্ষকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে সকাল থেকেই উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। চারুকলা শিক্ষার্থীদের রংতুলি ছোঁয়ায় আঁকা বিভিন্ন চিত্রকর্ম ও দেয়ালিকা শোভাবর্ধন করতে থাকে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের রকমারি রঙের শাড়ি-পাঞ্জাবিতে রঙিন হয়ে উঠেছে চারুকলা চত্বর। এমনকি রঙিন বেলুন-ফেস্টুন ও চারুকলা শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়ে উৎসব বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: ধর্ম যার সেটি থাকবে, কিন্তু উৎসব ও আমেজ সবার: ঢাবি উপাচার্য
রাবি নববর্ষ উদযাপন কমিটির দেয়া তথ্যমতে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই পর্বে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। রমজানের কারণে পহেলা বৈশাখে শুধু হালখাতা অনুষ্ঠান, মিষ্টিমুখ ও ইফতারের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। পরবর্তীতে বৈশাখের শেষ দিনে মঙ্গল শোভাযাত্রাসহ বাঙালি হাজার বছরের সংস্কৃতি চর্চা ও অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে বাংলা নববর্ষ।
বৈশাখ উদযাপন করতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী হৃষী রায় বলেন, ‘খোরোখাতায় আকবো রে, শিল্পী মনের কথা।’
‘রঙ ছড়িয়ে রাঙাবো আজ আমাদের হালখাতা’ প্রতিপাদ্য এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পালিত হচ্ছে বৈশাখী উৎসব। বিগত বছরগুলোয় চারুকলা অনুষদে বৈশাখ উৎসব অনেক সুন্দর, মনোরম ও আকর্ষণীয় হতো। কিন্তু রমজানের কারণে এবার সীমিত পরিসরে আয়োজিত হচ্ছে। তবে এমন আয়োজনের মধ্যেও সকল জরা কাটিয়ে নব শুভসূচনার প্রত্যাশায় দিবসটি উদযাপিত হচ্ছে।
যেহেতু বৈশাখ বাঙালির ঐতিহ্য, সেহেতু আমরা চেষ্টা করেছি আমাদের রং তুলির মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার বলে জানান এ শিক্ষার্থী।
দর্শনার্থী সাবিহা বিনতে নুঝাত বলেন, অসাম্প্রদায়িক চেতনার লালন করতে হাজার বছর ধরে উদযাপিত হয়ে আসছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। এই বাংলা নববর্ষের মাধ্যমে বাঙালার হিন্দু ও মুসলিমসহ সকল ধর্মের মানুষ এক হয়ে বাঙালি সংস্কৃতি চর্চার অনুপ্রেরণা পায়। সবাই গর্বের সাথে বলতে পারে, ‘মোরা গর্বিত, মোরা বাঙালি’। তাছাড়া রমজানের জন্য সীমিত পরিসরে হলেও দীর্ঘ করোনার মহামারীর পর এভাবে দিবসটি উদযাপিত হওয়া ভালই লাগছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে নববর্ষ উদযাপন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইফতার ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হবে।